ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি
সৌদি আরব চলতি বছর ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে কর্তৃপক্ষ সংগঠিত ভিক্ষাবৃত্তি সিন্ডিকেট ভেঙে ফেলার এবং অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে বিমানবন্দরে ৬৬ হাজার ১৫৪ জন যাত্রীকে নামিয়ে দিয়েছে।
এফআইএ-এর মহাপরিচালক রিফাত মুখতার জানান, এই নেটওয়ার্কগুলো পাকিস্তানের সুনাম নষ্ট করছেএই ধরণটি কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ নয়। আফ্রিকা ও ইউরোপ ভ্রমণের পাশাপাশি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো গন্তব্যে পর্যটন ভিসার অপব্যবহারের সাথে সম্পর্কিত একই ধরণের ঘটনা সনাক্ত করা হয়েছে।
মুখতারের মতে, ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরব এই বছর ২৪ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে। দুবাই প্রায় ছয় হাজার জনকে ফেরত পাঠিয়েছে, আর আজারবাইজান প্রায় দুই হাজার ৫০০ পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করেছে।
২০২৪ সালে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ওমরাহ ভিসার অপব্যবহার করে ভিক্ষার জন্য মক্কা ও মদিনায় পাকিস্তানিদের অবস্থান সম্পর্ক সতর্ক করেছিল। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, এই প্রথা বন্ধ করতে ব্যর্থ হলে পাকিস্তানি ওমরাহ এবং হজযাত্রীদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
ঢাকা/শাহেদ