ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি ১০ হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৫  
ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি ১০ হাজার ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি আছেন ১০ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্দিদের মধ্যে ৪৫০ শিশু ও ৮৭ জন নারী রয়েছেন। মোট বন্দির মধ্যে তিন হাজার ৬২৯ জনকে বিনাবিচারে আটক রাখা হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ২১ হাজার মানুষকে আটক করেছিল। 

হামাসের শর্ত অনুসারে পরবর্তীতে বেশ কিছু বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই সময়ে নতুন করে ফিলিস্তিনিদের আটক করতে শুরু করে ইসরায়েল।

বুধবার একটি বন্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, সালফিট, জেনিন, বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস, তুলকারেম এবং হেবরন শহরগুলোকে লক্ষ্য করে চালানো অভিযানে আটকদের মধ্যে একজন শিশু এবং প্রাক্তন বন্দিও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে, ফিলিস্তিনিদের লক্ষ্য করে অবমাননাকর কাজ করেছে এবং তাদের সম্পত্তি ভাঙচুর করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়