ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনের জেরে সচিবালয়ের ১৪ কর্মচারী সাসপেন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৫  
আন্দোলনের জেরে সচিবালয়ের ১৪ কর্মচারী সাসপেন্ড

সচিবালয় ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সচিবালয়ের ১৪ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে সরকার। সংশ্লিষ্ট মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

১৫ ডিসেম্বর পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশ ছয় ঘণ্টার বেশি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।

পরদিন আবার আন্দোলনে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন কর্মচারীকে সচিবালয় এলাকা থেকেই আটক করা হয়। পরে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। আদালত তাদের রিমান্ডেও পাঠান।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী এবং নজরুল ইসলাম। আরো আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল; 

তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকার দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরও কর্মসূচি অব্যাহত থাকায় পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে প্রশাসন।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়