ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ কোটির মোস্তাফিজ: সাবেক তিন অধিনায়কের প্রতিক্রিয়া

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৩১, ১৭ ডিসেম্বর ২০২৫
৯ কোটির মোস্তাফিজ: সাবেক তিন অধিনায়কের প্রতিক্রিয়া

গ্রাফিকস: রাইজিংবিডি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে হয়েছে টানাটানি। তাতে তার মূল্যও হয়েছে আকাশচুম্বি। ২ কোটি ছিল ভিত্তিমূল্য। দেখতে দেখতে সেই মূল্য গিয়ে পৌঁছায় ৯ কোটি ২০ লাখ রুপিতে। কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়েছে বিশাল মূল্য দিয়ে।

মোস্তাফিজুরের আইপিএলের মূল্য চমকে দিয়েছে অনেককেই। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে মোস্তাফিজুর রহমানের মূল্য। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বিশ্বাস করেন, বিশাল এই মূল্য মোস্তাফিজুরের প্রাপ্য। এছাড়া জাতীয় দলের আরেক সাবেক মোহাম্মদ আশরাফুল মোটেও অবাক হননি অবিশ্বাস্য মূল্যে।

আরো পড়ুন:

গাজী আশরাফ হোসেন লিপু
“এটা দারুণ গর্বের ব্যাপার। খোলাখুলিভাবে বললে, আমাদের প্রত্যাশার মাত্রাকেও ছাড়িয়ে গেছে। ভালো লেগেছে যে, বেশ কিছুক্ষণ ধরে তার প্রতি আকর্ষণ ধরে রেখেছে। তাতে ক্রমাগত তার দর বেড়েছে। যখন ২ কোটি থেকে শুরু হয়ে ৪ কোটি, ৬ কোটি হচ্ছিল তখন মনে মনে ভাবছি এটা কোথায় গিয়ে ঠেকবে। এটা যে ৯ কোটি ছাড়িয়ে যাবে এটা শুরুতে আমাদের প্রত্যাশা কিন্তু ছিল না।”

“আমরা অনেক সময় আমাদের খেলোয়াড়দের মূল্য বুঝতে পারি না। আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে টেবিলে অনেক বিশেষজ্ঞ লোকজন থাকে। তারা বুঝে যে এই একটা খেলোয়াড় কতটা প্রভাব রাখতে পারে। এখন মোস্তাফিজুরের ওপর বাড়তি চাপ এলো। তাকে পারফর্ম করতে হবে। পরিকল্পনা অনুযায়ী থাকতে হবে।”

“পাশাপাশি এটা বাকিদের জন্য অনুপ্রেরণা। যারা এবার ডাক পাননি তারা আগামীতে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ভালো করার চেষ্টা করবে। বিশেষ করে গ্লোবাল টুর্নামেন্টে। সেখানে কিন্তু বেশিরভাগের নজর থাকে। আগামীতে তারাও যেন দল পেতে পারেন তাদেরকে অনেক অনুপ্রেরণা জুগাবে। আমি মনে করি দারুণ একটি অনুপ্রেরণার গল্প লিখা হলো মোস্তাফিজুরকে কেন্দ্র করে।”

শাহরিয়ার নাফিস
“মোস্তাফিজুরকে অভিনন্দন। বাংলাদেশের এমন একটা নক্ষত্র সে। নিয়মিত আইপিএল খেলছে। ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছে। আমার কাছে মনে হয় ওর মূল্য আরো বেশি হতেও পারত। এমন না যে ও এই মানেরই খেলোয়াড়। আরো হতে পারত। আরো ডিজার্ভও করে। যেভাবে সে এখন পারফর্ম করছে। মোস্তাফিজুর আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আমরা সবাই ওর খেলা দেখব। তার জন্য শুভকামনা থাকবে। আমি বিশ্বাস করি মোস্তাফিজ এটা আর্ন করেছে।”

মোহাম্মদ আশরাফুল
“খুবই ভালো লাগছে। ওর ২০১৬ সালে অভিষেক হয়েছিল। প্রথম বছরই সে অসাধারণ পারফর্ম করেছিল। এরপর থেকে কিন্তু মোস্তাফিজুরের দাম সেভাবে বাড়েনি। দশ বছর পর মোস্তাফিজুর বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় হয়েছেন। এটা তো বিরাট অর্জন বাংলাদেশের জন্য। আগে করলে আরো ভালো লাগত। প্রত্যেক বছরই তার ভালো করার চেষ্টা থাকে। ওইটা খুবই ভালো লাগছে। একটা বাংলাদেশি ক্রিকেটার এমন কিছু পেরেছে। এর আগে মাশরাফি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। কলকাতার হয়েই খেলেছেন। এছাড়া সাকিব খেলেছেন। এবার মোস্তাফিজুর রহমানের পালা।”

ঢাকা/ইয়াসিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়