ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলে থাকা ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নামে অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৫
জেলে থাকা ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নামে অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে, দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, জেলে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের নামে তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি করছেন।

আরো পড়ুন:

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক অস্ত্র উঁচিয়ে নির্মাণাধীন একটি ভবনে প্রবেশ করে গুলির হুমকি দেয়।

স্থানীয়দের ভাষ্য, সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে এক পথচারী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।’’

চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তার বিরুদ্ধে ১০টি হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। বর্তমানে কারাগারে আছেন তিনি।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়