তারেক রহমানের ফেরা: বিএনপি প্রতিনিধিদলের বিমানবন্দর পরিদর্শন
তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে দলটির প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিমানবন্দর পরিদর্শনে যান বিএনপির নেতারা। এ তথ্য নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়গুলো সরেজমিনে দেখতেই বিমানবন্দর পরিদর্শন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। তার নিরাপত্তা, বিমানবন্দরে নামার পর চলাচল, সার্বিক শৃঙ্খলা এবং যাত্রীদের স্বাভাবিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে-এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গেও সমন্বয় করা হবে।”
আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ওইদিন সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমানকে কেন্দ্র করে সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ বিষয়ে অভ্যর্থনা কমিটির সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে সংবর্ধনার জন্য উপযুক্ত স্থান নির্ধারণে কাজ চলছে। নিরাপত্তা ও জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে স্থান চূড়ান্ত করা হবে।”
রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”
ঢাকা/আলী/সাইফ