কেরাণীগঞ্জে গয়েশ্বর
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায় কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়
দেশে একটি রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেগুড়িয়া ইউনিয়নে হিন্দুদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ওই দলটি দাবি করে, তাদের পক্ষে ভোট দিলে মানুষ নাকি বেহেশতে যেতে পারবে, যা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়।”
তিনি বলেন, “গত ১৭ বছর ধরে চলমান আন্দোলন-সংগ্রাম কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়; বরং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত হয়েছে। এই আন্দোলনের চূড়ান্ত প্রতিফলন ঘটতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মাধ্যমে।”
গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, তেগুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার , সদস্য সচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্য সেলিম মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।
ঢাকা/শিপন/মাসুদ