ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫২, ১৭ ডিসেম্বর ২০২৫
হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিতে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পক্ষ থেকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি হাদির জন্য দোয়া কামনা করেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই দোয়া করবেন, ওসমান হাদি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। 

নারায়ণগঞ্জ ব্যস্ততম শিল্পনগরী, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। 

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে। 

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছয়টি ভ্যান পুলিশ ও শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়