ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা আদালতের সাবেক পিপি লতিফ ও তার ছেলে রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৮ ডিসেম্বর ২০২৫  
সাতক্ষীরা আদালতের সাবেক পিপি লতিফ ও তার ছেলে রিমান্ডে

আব্দুল লতিফ ও মো. রাসেল

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফের চার দিন ও তার ছেলে মো. রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডল তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন:

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যার ঘটনায় পৃথক মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বাবার চার দিন ও ছেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

এদিকে, আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমাযুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামি ও তৎকালীন পিপি আব্দুল লতিফকে ৫ নম্বর আসামি করে মোট ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজগার আলী। 

অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০ নম্বর আসামি আব্দুল লতিফের ছেলে মো. রাসেল।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি তোজাম্মেল হোসেন তোজাম বলেছেন, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। পিপি হিসেবে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটা নজিরবিহীন। তাকে ও তার ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে। 

মামলায় সরকারপক্ষে ছিলেন পিপি আব্দুস সাত্তার, অতিরিক্ত পিপি তোজাম্মেল হোসেন তোজাম ও এ বি এম সেলিম প্রমুখ। আসামিপক্ষে ছিলেন শফিউল ইসলাম শফি। 

গত ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকা থেকে আব্দুল লতিফ ও মো. রাসেলকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়