ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫  
নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে রফিকুল ইসলাম শাহীন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালা মেহেন্দীতলা এলাকায় ওই মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম শাহীন একই মহল্লার সবজি ব্যবসায়ী রওশন আলীর ছেলে।

আরো পড়ুন:

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে চাঁদপুর বাজারে বাবার সবজির দোকানে যাওয়ার জন্য বের হন শাহীন। সময়মতো দোকানে না পৌঁছালে তার বাবা বাড়িতে এসে ছেলের খোঁজ করেন। এ সময় শাহীনের স্ত্রী জানান যে, শাহীন দোকানে যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়েছেন। পরে শাহীন যেসব স্থানে আড্ডা দিতেন, সেসব স্থানে খোঁজাখুজির একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়িতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে শাহীনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঢাকা/আরিফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়