পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজার থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মাজারের ভেতর এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কোতোয়ালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঢাকা/রাহাত/রাজীব