ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:১০, ১৮ ডিসেম্বর ২০২৫
কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

ফাইল ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিতি হোটেলটির ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

হোটেলের রেজিস্টার অনুযায়ী মারা যাওয়া ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় এসে স্বামী-স্ত্রী পরিচয়ে আলীশান হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। বুধবার বিকেল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এতে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে তালা ভেঙ্গে কক্ষের ভেতর প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান। ঘটনার আগে থেকেই পলাতক রয়েছেন ওই নারীর স্বামী পরিচয় দেওয়া আরিফ। লাশ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিল বলে জানায় পুলিশ।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়