ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:১৭, ১৮ ডিসেম্বর ২০২৫
৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় দুই কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন- মো. রাশেদ (২৫), মো. আব্দুল্লাহ (৩০), মো. আনোয়ার (৩০), মো. ইব্রাহিম (১৯), মো. মঞ্জুর আলম (৩৫), মো. ওমর ফারুক (২০), মো. কবির আহমেদ (৫৫), মো. জাফর আলম (২০) ও মো. জসীম (১৮)। তারা শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা মাছ শিকারের উদ্দেশে সাগরে যায়। মাছ ধরার একপর্যায়ে স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে নৌকাসহ জেলেদের জিম্মি করে নিয়ে যায়। নৌকা দুটি শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার বাসিন্দা রাশেদ ও আব্দুল্লাহর মালিকানাধীন।’’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘‘আরাকান আর্মির হাতে ৯ বাংলাদেশি জেলে আটক হওয়ার বিষয়টি অবগত হয়েছি। কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়