গাজায় প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো চুক্তির জন্য হুমকি: কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় প্রতিদিন ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো চুক্তির জন্য হুমকিস্বরূপ। তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য চুক্তির পরবর্তী পর্যায়ে জরুরি অগ্রগতির আহ্বান জানিয়েছেন।
বুধবার ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে আলোচনার পর এই আহ্বান জানান।
আল থানি বলেছেনম “বিলম্ব এবং যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো প্রক্রিয়াটিকে বিপন্ন করে এবং মধ্যস্থতাকারীদের একটি কঠিন অবস্থানে ফেলে।”
যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালনকারী কাতারের প্রধানমন্ত্রী দাবি করেছেন, মানবিক সাহায্য গাজায় ‘নিঃশর্ত’ পৌঁছাতে হবে এবং চুক্তির দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করতে হবে।
গাজাজুড়ে ক্রমবর্ধমান মানবিক জরুরি অবস্থার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি অব্যাহত থাকার মধ্যেই সপ্তম মার্কিন-কাতার কৌশলগত সংলাপে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের উপরও জোর দেওয়া হয়েছে, যেখানে ইন্দোনেশিয়ান এবং তুর্কি সেনাদের অন্তর্ভুক্ত করার কথা ছিল। যদিও ইসরায়েল তুরস্কের সম্পৃক্ততা এবং গাজার গভীরতর মানবিক সংকটের বিষয়ে সমালোচনা করেছে। কাতার ওয়াশিংটনকে আরো সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে। এর ফলে কমপক্ষে ৩৯৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরো এক হাজার ৭৫ জন আহত হয়েছে।
ঢাকা/শাহেদ