ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচেতনতা থেকে নেতৃত্বে নারীরা: ঢাবিতে ‘রাইজ উইথ ডিগনিটি’ সংলাপ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৮ ডিসেম্বর ২০২৫  
সচেতনতা থেকে নেতৃত্বে নারীরা: ঢাবিতে ‘রাইজ উইথ ডিগনিটি’ সংলাপ

নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘রাইজ উইথ ডিগনিটি: এমপাওয়ারিং উইমেন থ্রু স্কিলস, সেফটি অ্যান্ড সলিডারিটি’ শীর্ষক এক প্যানেল আলোচনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের অডিটোরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর সঙ্গে সমন্বিতভাবে আয়োজন করা হয় থিম্যাটিক ডায়ালগ; ‘ফ্রম অ্যাওয়ারনেস টু লিডারশিপ: এডুকেটেড ইয়ুথ, উইমেনস রাইটস অ্যান্ড রেসপনসিবল সিটিজেনশিপ’। অনুষ্ঠানের আয়োজন করে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (এইচএসকেএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যানি ওয়াচ।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন কেবল একটি সামাজিক লক্ষ্য নয়, বরং এটি টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রযুক্তিগত সচেতনতা, নীতিগত সহায়তা এবং সামাজিক সংহতি জোরদার করা জরুরি। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের নৈতিক নেতৃত্ব, তথ্য ভিত্তিক অংশগ্রহণ এবং মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান তারা।

প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, ওয়ার্ল্ড ব্যাংকের গভর্ন্যান্স স্পেশালিস্ট রিজওয়ানা তাবাসসুম, হিরোজ ফর অল-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট ডা. রেহনুমা করিম এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ সোলাইমুন রাসেল।

বক্তারা তাদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ বিশ্লেষণের মাধ্যমে নারীর অধিকার, সুশাসন, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সাংবাদিক সালাউদ্দিন আহমেদ রেজা।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল গ্রামীণ হেলথটেক লিমিটেডের উদ্ভাবনী ই-হেলথ প্ল্যাটফর্ম ‘সুখী’, যা স্বাস্থ্যসেবাকে আরো সহজ, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি হিউম্যানি ওয়াচ অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সামগ্রিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে প্রধান আয়োজক প্রতিষ্ঠান হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট জানান, “নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও দায়িত্বশীল নাগরিকত্ব বিষয়ে এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়