ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় হত্যা মামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০২, ১৮ ডিসেম্বর ২০২৫
জয় হত্যা মামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি লালুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি হাসান আলী।

তিনি বলেন, ‘‘বুধবার গভীর রাতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের পৃথক দুটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’’

গ্রেপ্তারকৃতরা হলেন- গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে লালু (৪৫), বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২৭), একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আলাউদ্দিন (৬৫) ও জসীম (৪৫)।

ওসি জানান, গত ২৬ নভেম্বর রাতে টিকটক ভিডিও বানানোর কথা বলে জয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া চারজন পলাতক ছিলেন। বুধবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে লালুকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। অপরদিকে, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিলকে, কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে আলাউদ্দিনকে এবং ফতুল্লা থানা এলাকা থেকে জসীমকে গ্রেপ্তার করে।

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়