ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ, গেজেট প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫  
২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ, গেজেট প্রকাশ

২৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগবঞ্চিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৯০ জন, পুলিশ ক্যাডারে ৭০ জন, অডিট ক্যাডারে ৫ জন, আনসার ক্যাডারে ১ জন, কর ক্যাডারে ১ জন, সমবায় ক্যাডারে ৫ জন এবং খাদ্য ক্যাডারে ২ জন রয়েছেন।

এছাড়া অন্যান্য ক্যাডারেও কয়েক জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন।২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ফল বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে (২০২৫) আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।

পরবর্তীতে আপিল বিভাগ ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত মোট ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার অংশ হিসেবে প্রথম দফায় ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে এবার গেজেট প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়