ডেইলি স্টার অফিসের ছাদ থেকে ক্রেনে নামানো হলো আটকেপড়াদের
ডেইলি স্টার পত্রিকার অফিসের ছাদে আটকেপড়াদের ক্রেনে নামিয়ে আনা হয়। রাত ২টার দৃশ্য। ছবি: রাইজিংবিডি।
জ্বালিয়ে দেওয়া ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ছাদে আকটে পড়াদের শক্তিশালী ক্রেন দিয়ে নামিয়ে আনার কাজ শুরু করেন।
জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়। একই এলাকায় জাতীয় দৈনিক প্রথম আলো অফিসেও অগ্নিসংযোগ করা হয়। প্রায় ৪০ মিনিটের তাণ্ডবের পর লোকজন সেখান থেকে চলে যায়।
ওসমান হাদির মৃত্যুর খবরের পর মিছিল নিয়ে কারওয়ান বাজারে দুই জাতীয় দৈনিকের অফিসে হামলা চালানো হয়। সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
রাত ১২টার দিকে এই হামলা হয়। হঠাৎ আগুন দেওয়ার পর রাত্রিকালীন শিফটে কাজ করা ডেইলি স্টারের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। নিচতলা থেকে আগুন দেওয়ায় নামতে না পেরে কর্মীরা ছাদে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে অনেকে নিজ নিজ ফেসবুকে লাইভ করে তাদের আতঙ্কের কথা জানান। অনেকে পোস্ট দেন; বাঁচার আকুতি জানান।
ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে দেখা যায় ফায়ার সার্ভিসকে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ডেইলি স্টারের ছাদে আটকে পড়াদের শক্তিশালী ক্রেনে নামিয়ে আনার দৃশ্য দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেন ব্যবহার করে আটকেপড়াদের নামিয়ে আনেন।
রাত ২টায় এ খবর লেখা পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বিক্ষোভ দেখা যায়। মাঝে মাঝে স্লোগান শোনা যায়।
ঢাকা/রায়হান/রাসেল