ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৫:১৬, ১৯ ডিসেম্বর ২০২৫
ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর

রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ভবনে নালন্দা হাইস্কুল রয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ভবনে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ রাইজিংবিডি ডটকমকে জানান, বিক্ষুব্ধ জনতা ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কে বা কারা এ হামলা করেছে এখনই বলা যাচ্ছে না।

এর আগে বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজার প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা করে। পরে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ভবন দুটির চারদিক ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়