ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াতের আমির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২০ ডিসেম্বর ২০২৫  
দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াতের আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে হাদির মরদেহ রাখা হয়েছে।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ডা. শফিকুর রহমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে তিনি হাদির রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ডা. শফিকুর রহমান থাকবেন বলে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে জানানো হয়েছে।

ঢাকা/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়