ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোস্তাফিজুরের আলো ছড়ানো ম্যাচে জয়ে ফিরল দুবাই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৮, ২০ ডিসেম্বর ২০২৫  
মোস্তাফিজুরের আলো ছড়ানো ম্যাচে জয়ে ফিরল দুবাই

বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক‌্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেট পাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার। কিন্তু তার দল দুবাই শেষ দুই ম‌্যাচে জিততে পারেননি। পরাজয়ের শেকল ভেঙে শুক্রবার তারা জয়ের মুখ দেখল। 

৬৩ রানের বিশাল ব‌্যবধানে দুবাই হারিয়েছে শারজাহ ওয়ারিয়র্সকে। আগে ব‌্যাটিংয়ে নেমে দুবাই ৬ উইকেটে ১৮০ রান করে। জবাব দিতে নেমে মোস্তাফিজুরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শারজাহ গুটিয়ে যায় ১৭ ওভারে, ১৭১ রানে। 

আরো পড়ুন:

বল হাতে মোস্তাফিজুর হাত ঘুরিয়েছেন ২ ওভার। ১৩ রানের খরচে পেয়েছেন ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান মোস্তাফিজুর। তার হাত ধরেই প্রথম সাফল‌্য পায় দুবাই। তার ওয়াইড স্লোয়ার বল উড়াতে গিয়ে ডিপ পয়েন্টে ক‌্যাচ দেন জনসন চার্লস। প্রথম ওভারে দিয়েছিলেন ৭ রান।

ডেথ ওভারে তাকে বোলিংয়ে ফেরায় দুবাই। ১৬তম ওভারে যখন বোলিংয়ে আসেন দুবাইয়ের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। মোস্তাফিজুর শেষটা কেমন করেন সেটাই ছিল দেখার। হতাশ করেননি বাঁহাতি পেসার। ৫ রান খরচ করে তুলে নেন আরো ১টি উইকেট। তার বলে আউট হন আদিল রশিদ।

মোস্তাফিজুরদের জয়ের নায়ক মোহাম্মদ নবী। ব‌্যাটিংয়ে ১৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৮ রান করার পর বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। 

এ জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে মোস্তাফিজুররা। ৭ ম‌্যাচে এটি তাদের তৃতীয় জয়। ৪টি ম‌্যাচ হেরেছে। 

৬ ম‌্যাচে মোস্তাফিজুরের উইকেট ১১টি। গড় ১৫.৬৩। ইকোনমি ৮.১৯।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়