ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৯, ২০ ডিসেম্বর ২০২৫  
ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা

ঢাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুকে সতর্ক বার্তাটি প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন:

অবশ্য সতর্ক বার্তাটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর আগেই করা হয়। অবশ্য সেখানে ওসমান হাদির জানাজা ঘিরে জনসমাবেশের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

বার্তায় বলা হয়, ওসমান হাদির জানাজা নামাজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারি যানজটের আশঙ্কা আছে।"

এতে বলা হয়,‍ “যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে— শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।”

শুক্রবার সন্ধ্যায় ঢাকা পৌঁছায় ওসমান হাদির মরদেহ। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মদেহের কফিন রাখা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হওয়ার কথা। 

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়