ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ধুরন্ধর’ সিনেমার আইটেম কন্যা আয়েশাকে কতটা চেনেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৯ ডিসেম্বর ২০২৫  
‘ধুরন্ধর’ সিনেমার আইটেম কন্যা আয়েশাকে কতটা চেনেন?

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিন্দি ভাষার এই চলচ্চিত্র। আদিত্য ধর নির্মিত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রশংসা কুড়াচ্ছেন রণবীর, অক্ষয় খান্না। সিনেমাটিতে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে নজর কেড়েছেন ২৩ বছর বয়সি আয়েশা খান। সিনেমাটির আইটেম গানে তার পারফর্ম দর্শকদের মন কেড়েছে; যার প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ। 

২০০২ সালের ১৩ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আয়েশা খান। বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করেন। আয়েশার ভাই মার্চেন্ট নেভির কর্মকর্তা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন আয়েশা। মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে প্রথম অভিনয় করেন; মাঝেমধ্যে মঞ্চনাটকে অভিনয় করতেন এই অভিনেত্রী। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন আয়েশা। ফ্যাশন সংস্থার জন্য ফটোশুট করেছেন। ফ্যাশন সরণিতে হাঁটতেও দেখা গিয়েছে তাকে। কিশোরী বয়সে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি। পাঞ্জাবি ভাষার বহু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আয়েশা।

আরো পড়ুন:

 

২০১৮ সালে একতা কাপুর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কে’ শিরোনামে জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে খুবই ছোট চরিত্রে অভিনয় করেন আয়েশা। জুনিয়র আর্টিস্ট হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি। ২০২০ সালে ‘বালবীর রিটার্নস’ নামে একটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান আয়েশা। কিন্তু বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। গোড়ার দিকে বলিপাড়ায় কাজ না পেলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে খোঁজখবর নিতে শুরু করেন। অডিশন দিয়ে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ পান।

 

২০২২ সালে ‘মুখচিত্রম’ শিরোনামে তেলুগু ভাষার সিনেমার হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় আয়েশার। দুই বছরের মধ্যে দু-তিনটি তেলুগু সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। তবে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাচ্ছিলেন না। পেশাগত জীবনে পরিচিতি না পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন। ২০২৩ সালে ‘বিগ বস’-এর ১৭তম সিজনের প্রতিযোগিতায় ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে অংশগ্রহণ করেন আয়েশা। প্রেমিকের পরকীয়া হাতেনাতে ধরতেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী।

 

‘বিগ বস’ বিজয়ী মুনাওয়ার ফারুকীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন আয়েশা। কিন্তু সেই সম্পর্কে সৎ ছিলেন না মুনাওয়ার। একসঙ্গে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালাতেন। এমনকি, আয়েশার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুনাওয়ার। ‘বিগ বস’ এর ১৭তম সিজনের প্রতিযোগী ছিলেন মুনাওয়ার। এই প্রতিযোগিতায় মুনাওয়ার দাবি করেছিলেন যে, বিবাহবিচ্ছেদের পর তার পুত্র টানা ছয়মাস তার কাছেই ছিল। অথচ আয়েশার দাবি, শোয়ে আসার আগে দু’মাস তিনি মুনাওয়ারের বাড়িতেই ছিলেন। কখনো তিনি মুনাওয়ারের পুত্রকে সেই বাড়িতে দেখেননি।

 

আয়েশার দাবি, ২০১৭ সালে জেসমিন নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন মুনাওয়ার। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন জেসমিন। কিন্তু নাজিয়া সিতৈশী নামে এক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুনাওয়ার। এ কারণে ২০২২ সালে তার বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে, নাজিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আয়েশাকে ডেট করা শুরু করেছিলেন মুনাওয়ার।

 

‘বিগ বস’-এর সেটে প্রেমিকের মুখোশ খুলে ফেলার সময় চিৎকার-চেঁচামেচি করেছিলেন আয়েশা। সে কারণে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আয়েশা তার প্রেমিকের সত্য প্রকাশ্যে আনলে মুনাওয়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন নাজিয়া। ২০২৪ সালের মে মাসে এক রূপটানশিল্পীকে বিয়ে করেন মুনাওয়ার। কানাঘুষা শোনা যায়, মুনাওয়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘বিগ বস’-এর অন্য এক প্রতিযোগীকে মন দিয়ে ফেলেন আয়েশা। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যেত। পরে আয়েশা জানান, ব্যক্তিগত জীবনে তিনি একা। সেই প্রতিযোগী তার ভালো বন্ধু।

 

২০২৪ সালে মুক্তি পায় দুলকার সালমান অভিনীত ‘লাকি ভাস্কর’ সিনেমা। বলিপাড়ার একাংশের দাবি, এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আয়েশা। কিন্তু সময়ের অভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। অডিশন দিতে গিয়ে মাঝেমধ্যেই মুখের গড়নের জন্য কটাক্ষের শিকার হন। কেউ কেউ তাকে নাকের গড়ন বদলে ফেলার পরামর্শ দিতেন। বলিপাড়ার এক নামি পরিচালক আয়েশাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তিনি দাঁতের গড়ন ঠিক না করলে বড়পর্দায় কাজের সুযোগ পাবেন না।

 

এক সাক্ষাৎকারে আয়েশা খান বলেন, “আমি হরর ঘরানার সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলাম। সেই সিনেমার পরিচালক খুব জনপ্রিয়। অডিশনে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে দেখা করতে পারব ভেবেই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু সেই পরিচালক আমাকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে, হরর ঘরানার সিনেমা বলে আমি কাজ পাচ্ছি, না হলে আমার দাঁতের যা গড়ন, তা ঠিক না করালে আমাকে কেউ কাজ দেবেন না।”

 

চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল অভিনীত ‘জট’ সিনেমা। এই সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন আয়েশা। চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। বক্স অফিস কাঁপানো এই সিনেমার একটি আইটেম গানে অভিনয় করেছেন আয়েশা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কপিল শর্মা অভিনীত কমেডি ঘরানার ‘কিস কিস কো প্যার করু’ সিনেমা দর্শকের কাছে বিপুল প্রশংসা কুড়ায়। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করেছেন আয়েশা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়