ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৫
বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাতে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে অগ্নিসংযোগ করে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি মৃত্যুর খবরে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়ির সামনে যান। এ সময় তারা উত্তেজিত হয়ে প্রথমে বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে এলে ছাত্র-জনতার তোপের মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

বিক্ষুব্ধরা বাড়ির সামনে থাকা একটি গাড়ি এবং বাড়ির পেছনের ফটক দিয়ে প্রবেশ করে নিচতলার একটি অংশে অগ্নিসংযোগ করেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী উমেখিং মার্মা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০ থেকে ৩০ জন যুবক রাজার মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সাবেক মন্ত্রীর বাড়িতে প্রথমে ইট নিক্ষেপ করে। তারা বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে এলে বিক্ষুব্ধরা তাদের বাধা দেন। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পুনরায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা বলেন, “জেলায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

বীর বাহাদুর উশৈসিং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি বান্দরবান জেলার বাসিন্দা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জিতে সপ্তমবারের মতো বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়