ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২০ ডিসেম্বর ২০২৫  
জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দুপুর ২টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবি ছাড়াও নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে সংসদ ভবন এলাকায়।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানাজায় বিপুল লোকসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডিএমপি বলেছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে তাদের সংগঠনের আহ্বায়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে।

হাদির মৃত্যুর ঘটনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়