হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জবাব
নিউ জিল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে নেমে আহামরি খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। নিউ জিল্যান্ডের করা ৮ উইকেটে ৫৭৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৮১ রান নিয়ে।
কেভিম হজের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অতিথিরা। মাউন্ট মঙ্গানুইতে এখনও তারা ১৯৪ রানে পিছিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হজ অপরাজিত আছেন ১০৯ রানে। তার সঙ্গে ১২ রানে অপরাজিত আছেন অ্যান্ডারসন ফিলিপ।
শনিবার ১১০ রানে দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। পেসার জেকব ডাফি আউট করেন ৪৫ রান করা ক্যাম্পবেলকে। তিনে ব্যাটিংয়ে নামেন হজ।
দারুণ ব্যাটিং দৃঢ়তায় তার ব্যাটে আঁকা হয় সেঞ্চুরির ইনিংস। ২৫৪ বলে ১০৯ রান করেন ১৪ বাউন্ডারিতে। ফিফটি তুলে ব্রেন্ডন কিং সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৬৩ রানে তাকে আটকে ডাফি।
মিডল অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যান ভালো শুরু পেয়েছিলেন। উইকেটে থিতুও হয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। উইকেট রক্ষক ব্যাটসম্যান টেভিন ইমলিচ ২৭, অ্যালিক আথানজে ৪৫ এবং জাস্টিন গ্রেভস ৪৩ রান করে আউট হন। ২ রানে আউট হন রোস্টন চেজ।
দেয়াল হয়ে দাঁড়িয়ে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেন হজ। আগামীকাল তার ব্যাটেই তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপ ব্যাটিংয়ে আসার অপেক্ষায়।
নিউ জিল্যান্ড বোলাদের হয়ে ২টি করে উইকেট নেন ডাফি ও অক্ষর পাটেল। ১টি করে উইকেট পেয়েছেন মিচেল রাই ও ডার্ল মিচেল।
ঢাকা/ইয়াসিন