এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
এ কে খন্দকার (ছবি: সংগৃহীত)
মুক্তিযুদ্ধের উপ সেনাপ্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার বীরউত্তম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
এদিন বেলা ১২টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায়।
এয়ার ভাইস মার্শাল আবদুল করিম খন্দকার বীরউত্তম ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন দূরদর্শী নেতা। তিনি এ কে খন্দকার নামে পরিচিত ছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং 'বীর উত্তম' খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে।
ঢাকা/এস