ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেমিফাইনালে ১২১ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৫
সেমিফাইনালে ১২১ রানে অলআউট বাংলাদেশ

যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইর সেভেন স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৫০ ওভার থেকে নেমে আসে ২৭ ওভারে। সেখানে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ২৬.৩ ওভারে মাত্র ২১২ রানে অলআউট হয়েছে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সামিউন বসির ১ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন। আজিজুল হাকিম করেন ২০ রান। আর রিফাত বেগ করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

আরো পড়ুন:

বল হাতে পাকিস্তানের আব্দুল সুবহান ৬ ওভারে ১ মেডেনসহ ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। হুজাইফা আহসান ২ ওভারে ১০ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন আলী রেজা, মোহাম্মদ সাইয়াম ও আহমেদ হুসাইন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়