ধর্ম অবমাননার অভিযোগে যুবককে হত্যার ঘটনায় মামলা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ভালুকায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম।
ওসি জানিয়েছেন, ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন দিপু চন্দ্র দাস। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতদের আসামি করে মামলা রজু করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেড কোম্পানির দিপু নামে ওই শ্রমিককে পিটিয়ে হত্যা করে লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অর্ধপোড়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে কাজ করতেন।
ঢাকা/মিলন/রফিক