লাথাম-কনওয়ের ৩২৩ রানের ওপেনিং জুটিতে এলোমেলো রেকর্ডবুক
মাউন্ট মঙ্গানুইতে বৃহস্পতিবারের সকালটা নিশ্চিতভাবেই ভুলতে পারবেন না ডেভন কনওয়ে ও টম লাথাম। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাকানি চুবানি খাইয়ে যেভাবে তারা তৃতীয় টেস্ট শুরু করেছে তা এক কথায় অসাধারণ, অনন্য।
ওপেনিং জুটিতেই লাথাম ও কনওয়ে ৩২৩ রান তুলেছেন। দিনের শেষ সেশনে উইকেট হারায় কিউইরা। লাথামকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন পেস বোলার কেমার রোচ। ১৩৭ রানে ফেরেন তিনি। কনওয়ে ১৭৮ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিনের খেলা। প্রথম দিনে নিউ জিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৩৪ রান।
কনওয়ে-লাথামের বীরত্বের দিনে এলোমেলো হয়েছে রেকর্ডবুক। তাদের দুজনের ৩২৩ রানের জুটি নিউ জিল্যান্ডের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৭২ সালে গ্লেন টার্নার ও টেরি জারর্ভিস ৩৮৭ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। তবে ওপেনিং জুটিতে তারা ছাড়িয়ে গেছেন সবাইকে। ১৯৩০ থেকে ১৯৯৯ সালের রেকর্ড বুকে থাকা ম্যাচ সংখ্যা বিবেচনায় এর আগে নিউ জিল্যান্ডের ওপেনিং জুটিতে ছিল ২৭৬ রান।
কনওয়ে ১৭৮ রান করেছেন ২৫ বাউন্ডারিতে। প্রথম দিনের বিবেচনায় যা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালাম ১৯৫ এবং ২০২২ সালে লাথাম ১৮৬ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।
নিউ জিল্যান্ডের ৪৮৩ ম্যাচের ইতিহাসে এ নিয়ে ষষ্ঠবার তাদের দুই ওপেনার সেঞ্চুরি পেয়েছেন। সবশেষ ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে জিত রাভাল ও লাথাম জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন।
ওপেনিং জুটিতে নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন দুজন। ৪৩ ইনিংসে লাথাম ও কনওয়ের রান ১৭২১। তারা ছাড়িয়ে গেছেন ব্রুস এডগার ও রাইটের ১৬৫৫ রানের রেকর্ডকে।
ঢাকা/ইয়াসিন