তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ‘রিল মেকিং’ প্রতিযোগিতা
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। ছবি: রাইজিংবিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা ও ভাবনাকে তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে দলটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন— এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে রাজনৈতিক সচেতনতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই আয়োজন।
মাহদী আমিন বলেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারী ও তরুণদের ক্ষমতায়নসহ জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলো। প্রতিযোগীরা এসব বিষয়ের যেকোনো একটির ওপর এক মিনিটের একটি রিল তৈরি করে অংশ নিতে পারবেন।
তিনি জানান, দেশে ও বিদেশে অবস্থানরত যেকোনো বয়সের প্রতিযোগী এই রিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তৈরি করা রিলটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে হবে। প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হবে।
এই প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন অংশগ্রহণকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন মাহদী আমিন বলেন, এটি তরুণদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা সরাসরি নেতৃত্বের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
তিনি জানান, আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনের প্রত্যাশাকে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ দলের অন্যান্য নেতারা।
বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সচেতনতা নতুন মাত্রা পাবে। একই সঙ্গে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে জনমনে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই আয়োজন তা আরো বিস্তৃতভাবে তুলে ধরবে।
ঢাকা/আলী/রাসেল