‘গণমাধ্যম অফিসে হামলাকারীরা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার শত্রু’
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণমাধ্যম অফিসে হামলা এবং সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত; এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। শুক্রবার (১৯ ডিসেম্বর) ডুজার দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর–এর ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছে। একইসাথে এই বর্বর, পরিকল্পিত ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডুজা মনে করে, গণমাধ্যমের অফিসে হামলা ও একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা চালানো প্রমাণ করে, হামলাকারীরা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোরতর শত্রু।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ডুজা দৃঢ়ভাবে মনে করে, সংবাদপত্রের অফিস কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ভিন্নমত দমন, সমালোচনামূলক সাংবাদিকতা বন্ধ এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে মিডিয়া হাউস ও সাংবাদিকদের ওপর হামলা একটি অশনি সংকেত; যা পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসানের এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা এবং সম্পাদক নুরুল কবীরের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না।”
ডুজা নেতাকর্মীরা বলেন, “গণতন্ত্রের কথা বলে যদি কেউ সংবাদ মাধ্যমে আগুন দেয়, অফিস ভাঙচুর করে বা সম্পাদকদের ওপর হাত তোলে, তবে তারা গণতন্ত্রের ন্যূনতম চেতনারও ধারক নয়। আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই, সাংবাদিক সমাজ কখনোই ভয় পেয়ে নীরব হবে না।”
ডুজা অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন; সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করুন।
ঢাকা/সৌরভ/জান্নাত