ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক: পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৫
হাদির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক: পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় উপাচার্য এটা জানান।

আরো পড়ুন:

শোক বার্তায় উপাচার্য বলেন, “আততায়ীর গুলিতে ওসমান হাদির এই প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরের জন্য এক অপূরণীয় ক্ষতি। আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী তার রাজনৈতিক দর্শন দেশবাসীকে আন্দোলিত করেছিল। বিপ্লবীদের মৃত্যু নেই, তারা স্বপ্নদ্রষ্টা। শরিফ ওসমান হাদির কর্ম, স্বদেশ চিন্তা এবং মূল্যবোধ অম্লান হয়ে থাকবে।”

উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও ন্যায়-বিচার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, তার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর/পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা/হাবীব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়