ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লির অধিনায়ক পান্ত, দুই ম্যাচে খেলবেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:০৬, ১৯ ডিসেম্বর ২০২৫
দিল্লির অধিনায়ক পান্ত, দুই ম্যাচে খেলবেন কোহলি

আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দিল্লি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋষভ পান্ত। আগামী ২৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, যিনি অন্তত প্রথম দুই ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামবেন। যা আগেই জানা গিয়েছিল।

দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, অভিজ্ঞ পেসার ঈশান্ত শর্মা ও নবদীপ সাইনি নিজেদের প্রাপ্যতা নিশ্চিত করেছেন। এছাড়া সুযোগ পেলে দলে যোগ দেবেন হর্ষিত রানা। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলে রয়েছেন, যার শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার।

আরো পড়ুন:

গ্রুপ ‘ডি’-তে থাকা দিল্লি দল ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতটি ম্যাচ খেলবে। তবে পান্ত ও কোহলি পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ, ভারতীয় দল ১১ জানুয়ারি ভাদোদরায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

দিল্লির প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে- প্রতিপক্ষ যথাক্রমে অন্ধ্র ও গুজরাট।

দলে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন আয়ুষ বাদোনি। পান্তের পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে তেজস্বী দাহিয়া, আর পান্ত অনুপস্থিত থাকলে বিকল্প উইকেটকিপার হিসেবে প্রস্তুত থাকবেন অনুজ রাওয়াত।

ব্যাটিং বিভাগে দিল্লির দলে রয়েছেন যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নিতীশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরা ও আয়ুষ দোসেজা।

বোলিং আক্রমণে পেস বিভাগে থাকছেন সিমারজিৎ সিং ও প্রিন্স যাদব। স্পিন আক্রমণের দায়িত্বে আছেন হৃতিক শোকিন, হর্ষ ত্যাগি ও বৈভব কাণ্ডপাল। অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন রোহান রানা।

বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য দিল্লি দল:
ঋষভ পান্ত (অধিনায়ক), আয়ুষ বাদোনি (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, অর্পিত রানা, যশ ধুল, সার্থক রঞ্জন, প্রিয়াংশ আর্য, তেজস্বী সিং (উইকেটকিপার), নিতীশ রানা, হৃতিক শোকিন, হর্ষ ত্যাগি, সিমারজিৎ সিং, প্রিন্স যাদব, দিবিজ মেহরা, আয়ুষ দোসেজা, বৈভব কাণ্ডপাল, রোহান রানা, ঈশান্ত শর্মা ও নবদীপ সাইনি।

স্ট্যান্ডবাই উইকেটকিপার: অনুজ রাওয়াত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়