জাবির প্রশাসনিক ভবনে তালা, শিক্ষকদের উদ্বেগের জবাবে জাকসুর সংবাদ সম্মেলন
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। রবিবার (১৪ ডিসেম্বর) রাত দুইটায় জাকসু ভবনে এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করতে জরুরি সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেতারা।
সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের বিবৃতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যেসকল শিক্ষকরা হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে বিভিন্নভাবে সুকৌশলে বাঁচানোর জন্যই শিক্ষক ফোরাম এই বিবৃতিটি দিয়েছেন।”
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যাতে যথাযথ মর্যাদার মাধ্যমে পালন করতে পারে, এজন্য প্রশাসনিক ভবনের যে দাপ্তরিক সময়টুকু আছে, এই দুই দিনে পুরোপুরি খোলা থাকবে,বলে জানান তিনি।
জাতীয় দিবস পালনের সঙ্গে ভবনে তালার বিষয়টিকে জড়ানো নিয়ে জিএস মাজহারুল ইসলাম বলেন, “উনারা প্রশাসনের এত বড় একজন সম্মানিত শিক্ষক হয়ে উনাদের কাছে এই তথ্যটা নেই যে, ১৪ই ডিসেম্বর এবং ১৬ই ডিসেম্বর পালনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কোনো সম্পর্ক নেই। শিক্ষকরা যখন এই জায়গা থেকে একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এমন একটি মিথ্যাচার করেন, সেটা আমাদের কাছ থেকে খুবই লজ্জাজনক বলে মনে হয়েছে।”
গত শুক্রবার শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার জেরে এবং জুলাই হামলায় জড়িত আওয়ামী দোসর শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয় জাকসু। এর প্রেক্ষিতে শনিবার রাতে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানায়, এই তালা দেওয়ার ঘটনা সুষ্ঠ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
ঢাকা/হাবীব/জান্নাত