হাদি হত্যার বিচার দাবির মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় রাফিউল হাসান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাফিউল ইসলাম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ওরিন পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রাফিউল।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/এনাম/রাজীব