ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার সড়কে ঝরল মা-ছেলের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৬ ডিসেম্বর ২০২৫  
সাতক্ষীরার সড়কে ঝরল মা-ছেলের প্রাণ

ফাইল ফটো

সাতক্ষীরার ভৈরবনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।

আহত মাহিন্দ্রার যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে মাহিন্দ্রায় ৮-১০ জন যাত্রী সাতক্ষীরায় যাচ্ছিলেন। ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গেলে মাছবাহী ট্রলি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। উল্টে যাওয়া মাহিন্দ্রা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-ছেলে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়