গাজীপুরে কার্টন কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর পূবাইলে দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বেলা ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আগুন ছড়িয়ে পড়ার এখন আর কোনো শঙ্কা নেই। রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পরে জানাতে পারব।’’
কারখানা সূত্র জানায়, বেলা ৩টার দিকে হঠাৎ কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা/রেজাউল/রাজীব