সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশে অজ্ঞাত তরুণীর লাশ
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশের রাস্তার ঢাল থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর দুই হাত বাঁধা ছিল এবং তার শরীরে কোনো পোশাক ছিল না বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশের দোকানদার মো. কালাম জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশের ঢালে কচুর লতি তুলতে গিয়ে হাত বাঁধা অবস্থায় তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং জাতীয় জরুরি সেবার নম্বর ‘৯৯৯’-এ ফোন দেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাঙা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছর। তার মুখে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/তামিম/রফিক