ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিকাকে লাইভে রেখে গলায় রশি বেঁধে ঝুললেন ডা. অনিক 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৯ ডিসেম্বর ২০২৫  
প্রেমিকাকে লাইভে রেখে গলায় রশি বেঁধে ঝুললেন ডা. অনিক 

ডা. অনিক আশ্চর্য ।

মাদারীপুরে প্রেমিকাকে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে ডা. অনিক আশ্চর্য (৩৫) নিজের গলায় রশি বেঁধে ঝুলে পড়েন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অনিক পার্শ্ববর্তী ১ নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অনিকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে মোবাইলে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। কেউ বলছেন, ওই নারী তার স্ত্রী, আবার কেউ বলছেন প্রেমিকা।’’

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) রাতে প্রতিদিনের মতো হাসপাতালের কাজ সেরে বাসায় ফেরেন অনিক। এ সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে সহকর্মী নৃপেন এসে অনিককে চা খাওয়ার জন্য ডাকেন। দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দেন এবং অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

রাজৈর থানা পুলিশ এসে দরজা ভেঙে অনিকের লাশ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।  

ঢাকা/বেলাল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়