ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫
কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া জনগোষ্ঠীর মানুষদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, দমদমা সীমান্তের ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় সুপারি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আশিকুর ও মোশাঈদ নিহত হন।

নিহতদের মধ্যে একজনের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপরজনের মরদেহ এখনো ভারতে আছে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।”

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন, “ভারতীয় খাসিয়াদের গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরো বলেন, “স্থানীয় সূত্রে জানতে পেরেছি, সুপারি চুরি করতে ভারতে প্রবেশ করলে খাসিয়া বাগানমালিকরা গুলি চালায়।”

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়