ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পুণর্মিলনী

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৫, ১৯ ডিসেম্বর ২০২৫
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পুণর্মিলনী

এলামনাই এসোসিয়েশন অব বরেন্দ্র ইউনিভার্সিটি (এএভিইউ)-এর উদ্যোগে ‘টুগেদার উই গ্রো’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পুণর্মিলনী অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর)।

বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনস্থ ১২টি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এই পুণর্মিলনীতে অংশ নেবেন। এ জন্য আগামীকাল (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে তারা উপস্থিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

আরো পড়ুন:

এ অনুষ্ঠান সম্পর্কে এলামনাই এসোসিয়েশন অব বরেন্দ্র বিশ্ববিদ্যাালয়ের সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিয়া হুসনে আফরিন বলেন, “সমাবর্তনের আগে প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে আসবেন। তাদের বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরবেন।” তারা আশা করছেন, একটি প্রাণবন্ত অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রথম বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন আগামী রবিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এবার সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিষ্টার পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৪ জন গ্র্যাজুয়েট এই সমাবর্তনে অংশ গ্রহন করবেন।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্ন্তবর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি গ্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেবেন।
এর আগে ২০২২ সালের ২ জুন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা/শিরিন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়