ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিভিন্ন সড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে বিভিন্ন সড়কে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরজুড়ে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মহানগরীর বিভিন্ন এলাকায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে আন্দোলন অব্যাহত রয়েছে। জুমার নামাজের বিরতির পর আন্দোলনের তীব্রতা আরো বেড়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই-৩৬ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা হাদিকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ শুরু করে এনসিপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তারা এলাকাটি মুখরিত করে তোলেন। আন্দোলনকারীরা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যু একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। 

জুমার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, ডুয়েট এলাকা, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি, টঙ্গীসহ বিভিন্ন সড়কে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন দলের কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ জুমার নামাজের পর কিছু যায়গায় বিক্ষোভ হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়