ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফখরুল ও রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৫
ফখরুল ও রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির জরুরি বৈঠক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে।

আরো পড়ুন:

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং আজ রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।”

ঢাকা/মোহাম্মদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়