বান্দরবানে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে শুক্রবার সকাল থেকে দেড় ঘণ্টা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘লীগ ধর জেলে ভর’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দিতে থাকেন। বেলা ১২টার দিকে আ.লীগ নেতাদের গ্রেপ্তারে পুলিশের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।
আরো পড়ুন: বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে গ্রেপ্তার করা হবে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে এই ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা।
তিনি বলেন, “পুলিশ কর্মকর্তারা ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে নতুন করে আশ্বাস দেওয়ায় আপাতত ঘেরাও কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।” নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আবারো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা।
এসময় বক্তব্য রাখেন- এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব লুক চাকমা এবং ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ সরদার বলেন, “পুলিশ প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ ও ডেডিকেটেড। কোনো ধরনের অন্যায় বা অপরাধের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা ইতোমধ্যে ডিআইজি স্যারের সঙ্গে কথা বলেছি। আশা করছি, খুব শিগগিরই আপনারা একটি ইতিবাচক ও সন্তোষজনক ফলাফল দেখতে পাবেন।”
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়।
ঢাকা/চাইমং/মাসুদ