তাড়াশে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে কয়েকজনের কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে ডাকাতরা।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেড়খালি নামক স্থানে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাতে ১০টার দিকে রেড়খালি নির্জন সড়কে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ১০ থেকে ১৫ জনের টাকা লুট করে নেয় ডাকাতরা। এক পথচারীর ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
তারা জানান, এই সড়কে প্রায়ই গাছ ফেলে ডাকাতি হয়। এ কারণে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। ডাকাতিরোধে রাতে পুলিশের টহল জোরদারের পাশাপাশি ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা প্রয়োজন বলে এলাকাবাসী জানিয়েছেন।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, “সড়কে গাছ ফেলে দুর্বৃত্তরা ডাকাতি শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ