ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ৩১ ডিসেম্বর থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩০, ১৯ ডিসেম্বর ২০২৫
এসএসসি পরীক্ষার ফরম পূরণ ৩১ ডিসেম্বর থেকে

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩১ ডিসেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ বৈধ রয়েছে তারা জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ে অংশ নিতে পারবে। পাশাপাশি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ২০২৬ সালের পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে ২৪ ডিসেম্বরের মধ্যে সাদা কাগজে আবেদন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ সময় পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফরম পূরণ ফি: বিজ্ঞান বিভাগে (চতুর্থ বিষয়সহ) ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে (চতুর্থ বিষয়সহ) ২ হাজার ৩১৫ টাকা।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়