লালমাটিয়া মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলেনি
প্রশাসনিক মন্তব্য ও সুপারিশ এর (ঘ)-তে গভর্নিং বডি সংক্রান্ত তথ্য ও মন্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পরিচালনা পরিষদ ও বর্তমান অধ্যক্ষের উল্লেখযোগ্য অভিনব উদ্যোগ ও কার্যক্রম দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হতে পারে মর্মে উল্লেখ করে তা তুলে ধরা হয়েছে।