একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা ঠিক নয়: মির্জা ফখরুল
একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের রাজনৈতিক বাস্তবতার তুলনা টানা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল চেতনা হলো— গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
বিএনপির মহাসচিব জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরো গতিশীল করবেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার পর বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন, যা জাতি চিরকাল স্মরণ করবে।
বিজয় দিবসে শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো জোরদার করবে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তিনি।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথাও উল্লেখ করে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও আগামী দিনে তিনি দেশের মানুষের সঙ্গে জাতীয় উৎসবগুলোতে অংশ নেবেন, এমন প্রত্যাশা বিএনপির রয়েছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।
মির্জা ফখরুল বলেন, এই দিনটি আত্মত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার মূল্য স্মরণ করার দিন।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন করে দেশ গড়ার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য খবরে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তার প্রত্যাবর্তন দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করবে এবং চলমান রাজনৈতিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
ঢাকা/মোহাম্মদ/রফিক