ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাজারীবাগে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ 

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৯, ১৮ ডিসেম্বর ২০২৫
হাজারীবাগে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ 

জান্নাত আক্তার রুমি। ছবি ফেসবুক থেকে নেওয়া।

ঢাকার হাজারীবাগে একটি হোস্টেল থেকে জান্নাত আক্তার রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে হাজারীবাগের পুরাতন কাঁচাবাজার রোড এলাকার একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান লাশ উদ্ধারের তথ্য রাইজিংবিডি ডটকমকে জানান। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।  

জান্নাত আক্তার রুমি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার পত্নীতলা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ জাকির হোসেন। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ফেসবুকে জান্নাত আক্তার রুমির মৃত্যুর খবর জানিয়েছেন। 

সেখানে তিনি লিখেছেন, “আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কী সিনক্রিয়েট করেছিলো। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে পিটায়ে পুলিশের কাছে ধরায়ে দিতে। সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং ও থ্রেটে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে।”

রুমির দলীয় পরিচয় নিশ্চিত করে সেখানে তিনি লেখেন, “ধানমন্ডির ভাইব্রাদারদের সাথে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়